promotional_ad

গতির সঙ্গে বৈচিত্র্যে গুরুত্ব দিচ্ছেন তাসকিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিয়ারের শুরু থেকেই তাসকিন আহমেদের বোলিংয়ের বড় শক্তি গতি। কিন্তু কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তাসকিন বুঝতে পেরেছেন, শুধু গতি দিয়ে টিকে থাকা সম্ভব নয়। এখন বোলিং বৈচিত্র্যেও সমান গুরুত্ব দিচ্ছেন এই ডানহাতি পেসার।


আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন তাসকিন। এই টি-টোয়েন্টি আসরে গতির সঙ্গে বৈচিত্র্যের সামঞ্জস্য আনতে চান এই পেসার। ম্যাচের পরিস্থিতি বুঝেই দলের চাহিদা পূরণ করার লক্ষ্য তাঁর। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপাকালে এ কথা জানিয়েছেন তাসকিন।



promotional_ad

তিনি বলেছেন, ‘আসলে গতি তো আছেই, সেই সাথে টি-টোয়েন্টি ফরম্যাটে সব বলই জোরে করা যাবে না। বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। চেষ্টা করব পরিস্থিতি বুঝে দলের চাহিদা পূরণ করার। এটাই লক্ষ্য থাকবে।’


২০১৭ সাল থেকেই ইনজুরি এবং বাজে ফর্মের কারণে জাতীয় দলে অনিয়মিত তাসকিন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলে মাত্র দুই উইকেট পেয়েছিলেন এই পেসার।


এরপর একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টিতে তাসকিন ছিলেন উইকেটশূন্য। এর আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলতে পারেননি তিনি। দুই ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ২ উইকেট। এর ফলে জাতীয় দলে তাঁর জায়গা নিয়ে শঙ্কা তৈরি হয়।



ইনজুরির সমস্যা কাটিয়ে উঠেছেন তাসকিন। ইনজুরির ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিচ্ছেন এই গতিময় পেসার। তিনি চেষ্টা করছেন রুটিনমাফিক জীবন যাপনে অভ্যস্ত হতে, যেন ইনজুরি থেকে দূরে থাকতে পারেন।


তাসকিনের ভাষ্য, ‘ইনজুরি ম্যানেজমেন্ট আগের থেকে বেটার। আমি এখন ভালো বুঝতে পারি শরিরের ধরন বা কীভাবে কী করা যায়। তাও ইনজুরি আসলে জীবনেরই অংশ, পেসারদেরই বেশি হয়। তো চাইবো যে নিজের ডিসিপ্লিন বা প্রস্তুতিটা আরও বেটার করার জন্য, যাতে সুস্থ থাকি।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball