আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিলেন মুশফিক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম তালিকায় নিজের নাম দেননি বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে ঠিক কী কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি, এটি এখনও জানা যায়নি।
মুশফিক সরে দাঁড়ালেও মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকারের নাম আছে নিলাম তালিকায়।

গত ৩০ নভেম্বর খেলোয়াড়দের নাম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। যেখানে তালিকাভুক্ত করা হয় ৯৭১ জন খেলোয়াড়কে।
তালিকাভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ৭১৩ জন ভারতীয় এবং ২৫৮ জন বিদেশি ক্রিকেটার। এই ৯৭১ জন ক্রিকেটার নিয়ে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।
আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আইপিএলের দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারের তালিকা জমা দেবে। সেই তালিকায় নাম থাকা ক্রিকেটারদের পরবর্তীতে নিলামে রাখা হবে।