সেরা পাঁচে তামিম-সাকিব, নেই কোনো বিদেশি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি আসর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
১১ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। দুয়ারে যখন বিপিএলের নতুন আসর, এমন সময়ে দেখা নেয়া যাক এখন পর্যন্ত আসরটির (সব আসর মিলিয়ে) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোন কোন ব্যাটসম্যান আছেন।
১। তামিম ইকবালঃ আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বিপিএলে এখন পর্যন্ত ৫৮ ম্যাচে ৩৫.৭৮ গড়ে ১ হাজার ৮২৫ রান সংগ্রহ করা তামিমের একটি সেঞ্চুরি এবং ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করা এই ব্যাটসম্যান খেলেছেন চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
২। মুশফিকুর রহিমঃ তালিকার দুই নম্বরে আছেন মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের হয়ে এবারের আসর খেলতে যাওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বিপিএলে ৭১টি ম্যাচে ৩৩.০১ গড়ে ১ হাজার ৭৮৩ রান সংগ্রহ করেছেন। ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
বিপিএলে এখন পর্যন্ত বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, সিলেট রয়্যালস এবং সিলেট সুপার স্টার্সের হয়ে খেলেছেন মুশফিক।
৩। মাহমুদউল্লাহ রিয়াদঃ তিন নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ এবারের আসরে খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বিপিএলের আগের আসরগুলোয় বরিশাল বুলস, চিটাগং কিংস এবং খুলনা টাইটান্সের জার্সিতে খেলা এই অলরাউন্ডার ৭৫ ম্যাচে ২৫.৬৯ গড়ে ১ হাজার ৬১৯ রান করেছেন। ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।
৪। সাকিব আল হাসানঃ মাহমুদউল্লাহর পরই আছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বিপিএলে খেলেছেন চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডাইনামাইটস, খুলনা রয়্যাল বেঙ্গলস এবং রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। বিপিএলে ৭৬টি ম্যাচে ২৫.১৩ গড়ে ১ হাজার ৪৮৩ রান সংগ্রহ করেছেন সাকিব। তাঁর রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি।
৫। সাব্বির রহমানঃ আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত সাব্বির রহমানকে এবারের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে। বিপিএলে ৭৪ ম্যাচে ২৩.২৮ গড়ে ১ হাজার ৩৯৭ রান করা সাব্বিরের রয়েছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি। তালিকার পাঁচ নম্বরে থাকা এই ব্যাটসম্যান এর আগে বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন।