সানজিদা-ফারজানার ব্যাটে লঙ্কানদের হারালো বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। সানজিদা ইসলাম এবং ফারজানা হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কার দেয়া ১২৩ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ।
হাতের নাগালে লক্ষ্য পেয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। তাঁরা দলীয় ১৩ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট। তিনি ৪ রান করে উমেশা থিমাশিনির শিকার হন।
এরপর দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন আয়শা এবং সানজিদা। ২৯ রান করে আয়শা আউট হয়েছেন থারিকা সিউওয়ান্ডির বলে কট এন্ড বোল্ড হয়ে। নিগার সুলতানা দ্রুত ফিরেছেন ৬ রান করে শচিনী নিসানসার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সানজিদা এবং ফারজানা। সানজিদার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫১ রানের ইনিংস। ফারজানা করেছেন ২৩ রান।
এর আগে টসে জিতে বোলিংয়ে নেমে লঙ্কানদের ১২২ রানেই আটকে দেয় বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল থিমাশিনি (৫৬*), হার্শিতা মাদাভি (৩৩) এবং সত্য সন্দিপনী (১২)।
বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা সুলতানা একাই নিয়েছেন ৪টি উইকেট। ১টি উইকেট পেয়েছেন জাহানারা আলম।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা নারী দলঃ ২০ ওভারে ১২২/৬ (থিমাশিনি ৫৬*, মাদাভি ৩৩, সন্দিপনী ১২; নাহিদা ৪/৩২)
বাংলাদেশ নারী দলঃ ১৮.৩ ওভারে ১২৬/৩ (সানজিদা ৫১*, ফারজানা ২৩*, আয়শা ২৯; থিমাশিনি ১/১৩)