promotional_ad

ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার বোলিংয়ে সমীহ পন্টিংয়ের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের চেয়ে নিজেদের বোলিং আক্রমণকে বেশি এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তাঁর বিশ্বাস অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপ খুব বেশি কার্যকরী হবে না মোটেই।  


জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব এবং ইশান্ত শর্মার মতো বিশ্বমানের বোলারদের নিয়ে গড়া ভারতের বোলিং লাইন আপ। তাদের পাশাপাশি স্পিন আক্রমণ সামলাতে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজারা। এরপরেও অস্ট্রেলিয়ার বোলিংকেই এগিয়ে রাখার পক্ষে বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং। 



promotional_ad

পন্টিং বলেন, 'ভারতের স্পিনাররা অস্ট্রেলিয়ায় বেশ সংগ্রাম করে। অস্ট্রেলিয়ার মাটিতে নাথান লায়নের রেকর্ড অনেক ভালো ভারতের স্পিনারদের চেয়ে। আমাদের যে ভ্যারিয়েশন রয়েছে বোলিংয়ে সেটা নিয়ে আমি খুশি। আমাদের লাইন আপে মিচেল স্টার্ক আছে, বাঁহাতি এই পেসার যেকোনো সময় ভিন্ন কিছু করতে পারে। সে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা এনেছে।' 


ভারতের বোলিং লাইন আপকে অবশ্য অবজ্ঞাও করছেন না পন্টিং। পেসারদের পাশাপাশি তাদের স্পিনারদেরকেও সমীহ করছেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'আমি প্রতি সপ্তাহে আমাদের খেলা নিয়ে কথা বলি। ভারত অসাধারণ, বুমরাহ এবং শামি গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছে। পাশাপাশি আপনাকে উমেশ যাদব এবং ইশান্ত শর্মাকেও রাখতে হবে। তাদের বেশ কিছু অসাধারণ পেসার রয়েছে। আপনি যখন অশ্বিন এবং জাদেজাকে আনবেন, তখন তাদের বোলিং আক্রমণ আরো শক্তিশালী হবে।' 


২০০৩ এবং ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে পন্টিংয়ের অধীনে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টেস্ট এবং ওয়ানডেতে ১৩ হাজারের বেশি রানের মালিক তিনি। টেস্টে ৪১টি এবং ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়কের।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball