বঙ্গবন্ধু বিপিএলে অধিনায়কত্ব করবেন নবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে দলগুলো ইতোমধ্যে অধিনায়কের নাম ঘোষণা করা শুরু করে দিয়েছে। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবিকে অধিনায়কত্ব দিয়েছে রংপুর রেঞ্জার্স। দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন নবি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সিলেট রয়্যাল এবং চিটাগং ভাইকিংস এই দুটি দলের হয়ে খেলেছেন নবি।
এবার রংপুরের হয়ে খেলতে যাচ্ছেন ডানহাতি এই অলরাউন্ডার। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত বিপিএল ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবার প্রথমে নবিকে দলে ভেড়ায় রংপুর।

আফগানিস্তান দলের অধিনায়ক ছিলেন নবি। দল পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে নবির। এখন পর্যন্ত ২৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফগান এই তারকা।
ব্যাট এবং বল হাতে দারুণ অভিজ্ঞ এই ক্রিকেটার। ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটসম্যানের গড় ২২.৬০। বল হাতে ২৩.১৬ গড়ে ২৩৯ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
এদিকে ইতোমধ্যে অধিনায়কের নাম ঘোষণা করেছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দেবেন দলটির।
রংপুর রেঞ্জার্সঃ
দেশিঃ মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত শাহা, রিশাদ হোসেন।
বিদেশিঃ মোহাম্মদ নবি (আফগানিস্তান), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) ,ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।