promotional_ad

ভারত সিরিজে নিজেকে আবিস্কার করেছেন মিঠুন

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অবগত হয়েছেন নিজেদের সামর্থ্য সম্পর্কে। শক্তি কিংবা দুর্বলতার জায়গাগুলো অনেকটাই পরিষ্কার এখন তাঁদের কাছে। নিজের অবস্থান কোথায়, জেনেছেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও।


দুই ম্যাচের সিরিজে পারফরম্যান্সের ভরাডুবি দেখা গেছে পুরো দলে। একটি ম্যাচেও স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার ঠেকাতে পারেনি বাংলাদেশ। বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা মেলে ধরতে পারেননি নিজেদের।


promotional_ad

ডানহাতি ব্যাটসম্যান মিঠুনও ছিলেন ব্যর্থদের দলে। প্রথম ম্যাচের দুই ইনিংসে করেছেন ১৩ এবং ১৮ রান, দ্বিতীয় ম্যাচে ০ এবং ৬ রান। নিজের সামর্থ্য কতটুকু এ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন তিনি।


ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, 'অবশ্যই টেস্ট সিরিজটি ভালো ছিল না কারণ আমরা মনে রাখার মতো কিছুই করতে পারিনি। সত্যি কথা বলতে, এই সিরিজে আমি নিজের সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছি। বর্তমানে আমি কোথায় অবস্থান করছি।'


অবশ্য মিঠুনের ইতিবাচক দিক ধরিয়ে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। উইকেটে যতক্ষণ ছিলেন এই ব্যাটসম্যান, কোচের চোখে স্বাচ্ছন্দ্য মনে হয়েছে তাঁকে। এটাই মিঠুনকে সামনে এগিয়ে নেবে, তাঁকে আশ্বস্ত করেছেন ডমিঙ্গো। ইনিংস বড় করার পরামর্শও দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।


মিঠুনের ভাষায়, 'ডমিঙ্গো আমাকে বলেছে, 'যেহেতু তুমি স্বাচ্ছন্দ্যে ছিলে, এর মানে তোমার খেলার সামর্থ্য আছে। তুমি যদি ইনিংস বড় করতে পার এটা দল এবং তোমার জন্যই উপকারী হবে।''


বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন। যেখানে তাঁর ব্যাটিং গড় মাত্র ১৭.৫৩।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball