promotional_ad

ফেরার আগেই ছিটকে গেলেন হাসান আলী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁজরের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, পাঁজরের হাড়ে চিড় রয়েছে তাঁর। 


কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৫ বছর বয়সী এই পেসারকে। হাসান আলীর ছিটকে পড়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে পাঁজরের ইনজুরিতে পড়েন হাসান আলী।



promotional_ad

ইনজুরির কারণে সাত সপ্তাহ মাঠের বাইরে থাকার পরে গত শুক্রবার (২৯ নভেম্বর) অনুশীলনে ফেরেন তিনি। কিন্তু অনুশীলনে যোগ দেওয়ার একদিন পর আবারও চোটে পড়লেন তিনি। সোমবার থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে হাসান আলীর।


ডানহাতি এই পেসারের ইনজুরির ব্যাপারে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘নতুন সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে তার পাজরে বেশ কয়েক জায়গায় চিড় রয়েছে। ডানপাশের নবম হাড় এবং বাঁ পাশে অষ্টম ও নবম হাড়ে ফাটল আছে। এসব চিড় সারতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। আগামী সোমবার থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে সে।’


পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট, ৫৩টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাসান আলী। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৩১টি। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৮২ এবং ৩৫টি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball