promotional_ad

পাকিস্তানের মতো বাজে বোলিং আগে দেখিনিঃ পন্টিং

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অ্যাডিলেড টেস্টে পাকিস্তানের বোলারদের নির্বিষ বোলিংয়ের তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে অ্যাডিলেড টেস্টে টিম পেইনের দলকে বিন্দুমাত্র পরীক্ষায় ফেলতে পারেনি আজহার আলিরা।  


প্রথম ইনিংসে পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে ট্রিপল সেঞ্চুরি তুলে নেন ওপেনার ডেভিড ওয়ার্নার। অপরদিকে ১৬২ রান করেন মার্নাস ল্যাবুশেন। এই দুই ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ১২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। 



promotional_ad

পাকিস্তানের ছন্নছাড়া বোলিং দেখে তাদেরকে রীতিমত ধুয়ে দিয়েছেন পন্টিং। তিনি বলেন,  ‘পাকিস্তানি বোলাররা খুবই বাজে বোলিং করেছে। টেস্ট ম্যাচের জন্য এই বোলিং আক্রমণ একদমই দুর্বল। আমি জানি না, এর চেয়ে বাজে বোলিং আমাদের দেশে কখনও দেখেছি।'


পন্টিং সমালোচনা করেছেন এই টেস্টে ১৯ বছর বয়সী পেসার মোহাম্মদ মুসাকে অভিষেক করানো নিয়েও। গত টেস্টে ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহকে অভিষেক করিয়েছিল পাকিস্তান। এবার তাঁকে বাদ দিয়ে মুসাকে টেস্ট ক্যাপ তুলে দেয়া হয়। 


অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক পন্টিং বলেন, ‘আমি কিছুতেই বুঝতে পারছি না, কী কারণে ১৬ বছর বয়সী ছেলেটা (নাসিম) এই ম্যাচ খেলছে না। তারা এখন আরেক তরুণ ছেলেকে (মুসা) নিয়ে এসেছে, যে কি না মাত্র ৭টা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ওকে তো দেখতেই টেস্ট বোলার মনে হয় না।’  



অস্ট্রেলিয়ার কাছে অ্যাডিলেড টেস্টে একেবারেই পাত্তা পাচ্ছে না সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে অজিদের রান পাহাড়ের জবাবে খেলতে নেমে ৩০২ রানে অলআউট হয় তারা। ফলে ফলো অনের লজ্জায় পড়তে হয় তাদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball