তিনে উঠলেই খুশি হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডারের বিশ্বাস আগামী দুই বছরের মধ্যে টেস্ট র্যাংকিংয়ে তিন থেকে চার নম্বরের মধ্যে থাকবে তাঁর দল। আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি একমাত্র টেস্টে ৯ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের এই পারফরম্যান্স আত্মবিশ্বাসের খোরাক যোগাচ্ছে হোল্ডারকে। আইসিসি টেস্ট র্যাংকিংয়ের আট নম্বরে থাকা দলটিকে নিয়ে তার প্রত্যাশাও বেশ উঁচুতে। দুই বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো অবস্থানে যাবে বলে মনে করছেন তিনি।

হোল্ডার বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা উন্নতি করছি। আমরা যখন এটা করতে পারব, তখন বিশ্বের যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারব। আগামী দুই বছরের মধ্যে আমাদের লক্ষ্য থাকবে তিন কিংবা চার নম্বর র্যাকিংয়ে ওঠা।’
আগামী দুই বছরের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ শীর্ষ চারে উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হোল্ডার। এর জন্য আগামী সিরিজগুলোতে ভালো করার লক্ষ্য তাঁর।
হোল্ডারের ভাষায়, ‘আমি মনে করি ট???স্ট চ্যাম্পিয়নশিপের শেষে আমরা ভালো জায়গায় থাকব। আমার মতে চার কিংবা পাঁচ নম্বরে থাকাটা আমাদের জন্য অসম্ভব কিছু হবে না। দুই বছরের মধ্যে এটি দারুণ একটি অর্জন হবে। আমাদের বেশ কিছু কঠিন সিরিজ আছে সামনে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলব, এরপর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড আমাদের মাটিতে খেলতে আসবে। এরা প্রতিটি ভালো দল।’