promotional_ad

ওয়ার্নারকে অতিরিক্ত তিন মিনিট দিয়েছেন পেইন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান এবং মার্ক টেলরের রেকর্ড ভাঙার জন্য ডেভিড ওয়ার্নারকে বাড়তি সুবিধা দিয়েছেন টিম পেইন।  অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংস রেকর্ড গড়ার জন্য ওয়ার্নারকে অতিরিক্ত তিন মিনিট সময় দিয়েছেন অজি অধিনায়ক। 


পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ৩৩৫ রান করেছেন ওয়ার্নার। তাঁর আগে ৩৩৪ রান নিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন ডন ব্র্যাডম্যান এবং মার্ক টেলর। এবার অ্যাডিলেড টেস্ট দিয়ে তাঁদেরকে ছাড়িয়ে গেলেন ওয়ার্নার।   



promotional_ad

ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার সুযোগও ছিল ওয়ার্নারের সামনে। কিন্তু ম্যাচের তিন দিনের বেশি বাকি থাকার পরও ইনিংস ঘোষণা করেন টিম পেইন। ওয়ার্নারকে রেকর্ড গড়ার সুযোগ না দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। যদিও এতে খারাপ কিছু দেখছেন না ওয়ার্নার। 


সংবাদ সম্মেলনে পেইনের পাশে দাঁড়িয়ে ওয়ার্নার বলেন, ‘প্রথম আমি ব্যাটিংয়ের সময় স্মিথকে জিজ্ঞাস করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম, তাদের কত ওভার দিলে ভালো হবে? চা বিরতির সময় আমি তাদের জিজ্ঞেস করি, কখন আমরা ইনিংস ঘোষণা করব? তারা বলে, ৫টা ৪০ মিনিটে। আমি বলেছিলাম, ঠিক আছে। আমি শুধু শেষ ওভার পর্যন্ত সময়টা দেখছিলাম (৫টা ৪০)। পেইন আমাকে তারপরও সময় দিয়েছে, যেন ৩৩৪ পার করতে পারি।’    


লারার ৪০০ রানের রেকর্ড নিয়ে চিন্তা ছিল না ওয়ার্নারের। বরং আবহাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। ওয়ার্নার বলেন, ‘আমার এটা নিয়ে (৪০০ রান) ভাবনা ছিল না। আমরা আসলে আগামীকালের আবহাওয়া নিয়ে ভাবছিলাম। চেয়েছিলাম যেন হাতে যথেষ্ট সময় রাখা যায়। আমাদের পরিকল্পনা ছিল কয়েকটি উইকেট নিয়ে দিন শেষ করার, ছয়টা নিতে পেরেছি।’



‘যদি কাল বৃষ্টি হয়, তবে বোলাররা বিশ্রাম নিতে পারবে। শেষ দুইদিনে চেষ্টা করতে পারবে ১৪ উইকেট নেয়ার। তাই আমাদের মোটেও এমন ভাবনা ছিল না যে রেকর্ড বা অন্যকিছু করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball