বালবির্নিতেই আস্থা আয়ারল্যান্ডের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্বও অ্যান্ডি বালবির্নিকে বুঝিয়ে দিলো ক্রিকেট আয়ারল্যান্ড। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড দল।
২০১৮ সাল থেকে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন গ্যারি উইলসন। দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব ছিল তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। বাছাইপর্বে তৃতীয় হয়ে অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় আইরিশরা।

২৫টি টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব করেছেন উইলসন। এবার তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক পেতে যাচ্ছে আইরিশরা।
আয়ারল্যান্ড দলের নির্বাচকদের চেয়ারম্যান অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘গ্যারি এবং নির্বাচকরা বিশ্বাস করে অ্যান্ড্রু বালবির্নির তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া উচিত। যেন সে তাঁর নেতৃত্ব গুণে দলকে সামনে নিয়ে যেতে পারে।’
আয়ারল্যান্ডের অধিনায়ক হিসেবে দীর্ঘ ১১ বছর দায়িত্বে ছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড।চলতি নভেম্বরের শুরুতে পোর্টারফিল্ড দায়িত্ব ছেড়ে দিলে টেস্ট এবং ওয়ানডের অধিনায়কত্ব দেয়া হয় বালবির্নিকে।
দেশের হয়ে এখন পর্যন্ত ৩ টেস্ট, ৬৪ ওয়ানডে এবং ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।