promotional_ad

ধোনির ভবিষ্যৎ নিয়ে গাঙ্গুলির ব্যাখ্যা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেকদিন ধরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক কবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সেটা নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন ভক্ত সমর্থকরা। 


ভারতের সাবেক অধিনায়ক এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য ধোনির অবসরের ব্যাপারটি আপাতত গোপন রাখতে চাইছেন। অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

গাঙ্গুলি বলেন, ‘এই ব্যাপারে স্বচ্ছতা রয়েছে আমাদের মধ্যে। কিন্তু কিছু ব্যাপারে প্রকাশ্যে কথা বলা যায় না। ধোনিকে নিয়ে আমাদের ভাবনা যথাসময়েই জানতে পারবেন আপনারা। বোর্ড, ধোনি ও নির্বাচকদের মধ্যে এটা নিয়ে স্বচ্ছতা আছে। যখন কোনও চ্যাম্পিয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, তখন সেটা চার দেয়ালের মধ্যেই রাখতে হয়। আর ধোনি হলো ভারতের একজন অবিশ্বাস্য অ্যাথলেট। তবে ওর সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে আমাদের সবার। আর প্রত্যেকেই নিজেদের অবস্থান জানে।’


ভারতের হয়ে সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও খেলেননি তিনি। 


দলের প্রধান কোচ রবি শাস্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনায় আসতে হলে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো খেলতে হবে ধোনিকে। অপরদিকে এক অনুষ্ঠানে স্বয়ং ধোনি জানান, জানুয়ারির আগে অবসরের ব্যাপারে কিছু জানাবেন না তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball