promotional_ad

শেহজাদকে দলে ভেড়াচ্ছে রংপুর রেঞ্জার্স!

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের খোঁজে রয়েছে বঙ্গবন্ধু বিপিএলের দল রংপুর রেঞ্জার্স। কোটা পূরণ করতে বেশ কয়েকজন নামি-দামি ব্যাটসম্যানের সঙ্গে কথা হচ্ছে তাদের। 


দলটির টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিবুল বাশার শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তাঁরা পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন।



promotional_ad

শেহজাদ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা-বার্তা চলছে তাদের। তাই আপাতত জায়গাটা ফাঁকাই রাখছে রংপুর রেঞ্জার্স। বাশার মনে করেন, টি-টেন লিগের ব্যস্ততার কারণে ক্রিকেটারদের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারেননি।


এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘বড় প্লেয়ার আমরা কাউকে পাইনি। আমি যতটা জানি আহমেদ শেহজাদকে হয়তো চিন্তা করা হচ্ছে। কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথা বলছিলাম। তাদেরকে এখনও পাইনি। আমরা জয়াগাটা ওপেন রাখছি। পরবর্তী পর্যায়ে বড় কেউ আসতে পারে।’


রংপুর রেঞ্জার্স বোলিং শক্তি নির্ভর দল গড়েছে। ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানির মতো দেশীয় তারকাদের। ড্রাফটের বাইরে থেকে তারা দলে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। বিদেশিদের মধ্যে রংপুর রেঞ্জার্সে আছেন মোহাম্মদ নবি, শাই হোপ এবং ক্যামেরন ডেলপোর্টের মতো বিশ্ব মাতানো তারকারা।



রংপুর রেঞ্জার্স স্কোয়াড: মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি , জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন (ড্রাফটের বাইরে থেকে), মোহাম্মদ নবি, শাই হোপ, ক্রিস গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball