দিবা-রাত্রির টেস্টে ল্যাবুশেন-ওয়ার্নারের বিশ্বরেকর্ড

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৩৬১ রানের জুটি গড়েছেন ডেভিড ওয়ার্নার এবং মারনাস ল্যাবুশেন। গোলাপি বলের টেস্ট ম্যাচে এটাই সবচেয়ে বেশি রানের জুটি।
প্রথম ইনিংসে ১৬২ রানের রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন ল্যাবুশেন। অজি ওপেনার ওয়ার্নার অবশ্য এখনও ব্যাটিং করছেন। ইতোমধ্যে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

এদিকে এই ম্যাচে সেঞ্চুরি করার পথে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন ল্যাবুশেন। টেস্ট ক্রিকেটে ২০১৯ সালে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ২০১৯ সালে তাঁর টেস্ট রান ৮২৯।
এই মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে স্বদেশী স্টিভ স্মিথকে পেছনে ফেলেছেন ল্যাবুশেন। এই বছরে এখন পর্যন্ত স্মিথ করেছেন ৭৭৯ রান। ৭৪৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন দুই ভারতীয় মায়াঙ্ক আগারওয়াল এবং অজিঙ্কা রাহানে। এই বছরে আগারওয়ালের টেস্ট রান ৭৪৫ এবং রাহানের টেস্ট রান ৬৪২।