শান্তকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৩ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে ১৩তম সাউথ এশিয়ান টি-টোয়েন্টি গেমস টুর্নামেন্ট। পাঁচটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। যেখানে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল।
টুর্নামেন্টটিকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে জাতীয় দলের হয়ে খেলা সৌম্য সরকার ছাড়াও সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, নাইম শেখ, সাইফ হাসানরা। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হাসান শান্ত।

৭ দিনের এই টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ ৩ ডিসেম্বর স্বাগতিক নেপাল অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ২৩ দল। এরপর ৪ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলবে মালদ্বীপ। একই দিন শ্রীলঙ্কা বিপক্ষে লড়বে ভুটান।
৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ভুটানের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আরেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে মালদ্বীপ। ৬ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এদিন তাদের প্রতিপক্ষ ভুটান। আরেক ম্যাচে মালদ্বীপ লড়বে নেপালের বিপক্ষে।
৭ ডিসেম্বর আবারো খেলতে নামবে বাংলাদেশ। এদিন নেপালের বিপক্ষে খেলবে তারা। পরদিন (৮ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে শান্তর দল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভুটান। টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ স্কোয়াডঃ
সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, তানভির ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহমুদ।