কাতারও আয়োজন করতে যাচ্ছে টি-টেন লিগ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবির পর এবার কাতারও আয়োজন করতে যাচ্ছে টি-টেন লিগ। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো কাতারের মাটিতে শুরু হতে যাচ্ছে ছোট ফরম্যাটের এই লিগ।

ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কাতারের এই লিগকে স্বীকৃতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কাতারের টি-টেন লিগ। যেখানে মাঠ মাতাবেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৪ জন তারকা ক্রিকেটার। এ ছাড়া আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে খেলবেন ১২ ক্রিকেটার।
কাটার টি-টেন লিগ খেলতে ৭৩ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। যেখানে ১৭ জন ক্রিকেটার রয়েছেন কাতারের। আগামী ২-৩ দিনের মধ্যে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান করবে কাতার ক্রিকেট বোর্ড।
ইতোমধ্যে ৬টি দলের নামও প্রকাশ করেছে কাতার টি-টেন লিগ কর্তৃপক্ষ। দলগুলো হলো- পার্ল গ্ল্যাডিয়েটরস, ফ্লায়িং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টোর্মার্স।