পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২০ সালে ঘরের মাঠে প্রোটিয়াদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে তারা।
২০২০ সালের মার্চে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপরই পাকিস্তানে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানায় পিসিবি।

দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পিসিবি। তাদের ভাষায়, 'আমরা তাদেরকে (দক্ষিণ আফ্রিকা) পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছি এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তাদের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া এসেছে।'
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজটি নিশ্চিত হলে তা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে আয়োজিত হবে। ইতোমধ্যে পিএসএলের পর ক্রিকেট আয়ারল্যান্ডকে পূর্ণাঙ্গ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে পিসিবি। ক্রিকেট আয়ারল্যান্ডের উত্তরের অপেক্ষায় আছে তারা।
এর আগে চলতি বছরের ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ২০২০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।