promotional_ad

দলগত সমর্থন চান সালাহউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শুধু মাশরাফি কিংবা তামিম ঢাকা প্লাটুনকে বিপিএলের শিরোপা এনে দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তাঁর বিশ্বাস বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জয় করতে হলে দলের বাকি সদস্যদেরও সহায়তা করতে হবে। 


আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। দলটির প্রধান কোচ হিসেবে এরই মধ্যে অভিজ্ঞ সালাহউদ্দিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।                 


দেশের ক্রিকেটের এই স্বনামধন্য কোচ শিরোপা জয়ের ব্যাপারে বলেন, 'দেখুন প্রতিটা ক্রিকেটারের আলাদা ভূমিকা থাকে। দলের ১১ জন এবং দলের বাইরে যারা থাকে তাদেরও কিন্তু ভূমিকা থাকে। যারা খেলছে না তারা যদি ঠিকমতো সমর্থন না করে আপনি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবেন না।'



promotional_ad

কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি ভরসা করার চেয়ে দলগত পারফরম্যান্সে বেশি গুরুত্ব দিচ্ছেন সালাহউদ্দিন। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য, 'এখানে আলাদা কোনো খেলোয়াড় গুরুত্বপূর্ণ হতে পারে না। যারা ম্যানেজমেন্টে থাকে তাদেরও যদি সহায়তা না থাকে তাহলে একটা দলের ভালো করার সুযোগ খুবই কম। আমি বলব এখানে পুরোটা সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।'


আগামী ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল সাজিয়েছে ঢাকা প্লাটুন। মাশরাফি এবং তামিম ছাড়াও দলটিতে খেলবেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আরিফুল হকরা। বিদেশি মধ্যে থাকছেন থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, লুইস রিচ এবং শহীদ আফ্রিদি। 


ঢাকা প্লাটুন:


দেশি: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, জাকের আলী অনিক।



বিদেশি: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), লুইস রিচ (ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball