promotional_ad

আর্চারের কাছে নিউজিল্যান্ডের দুঃখ প্রকাশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্ণবাদী মন্তব্যের জের ধরে ইংল্যান্ডের ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জফরা আর্চারের প্রতি দুঃখ প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় আর্চারের কাছে দুঃখ প্রকাশ করে তারা। 


মূলত ঘটনার সূত্রপাত হয় ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে। এই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত বর্ণবাদের শিকার হন আর্চার। ইংল্যান্ডের ইনিংসের সময় স্যাম কারানের সঙ্গে ব্যাটিং শেষে সাজঘরে ফেরার মুহূর্তে আর্চারকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন এক দর্শক। 



promotional_ad

স্বাভাবিকভাবেই এই মন্তব্যটি দাগ কাটে ২৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এই পেসারের। আর তারই বহিঃপ্রকাশ তিনি দেখান টুইটারে। এক বার্তায় তিনি লিখেন, ‘নিজ দলকে বাঁচানোর জন্য ব্যাটিং করার সময় বর্ণবাদী আচরণ শোনা খুবই বিরক্তিকর ছিলো। দর্শকরা সত্যিই দারুণ ছিলো, শুধুমাত্র সেই ব্যক্তি বাদে। আমাদের বার্মি আর্মি বরাবরের মতোই দুর্দান্ত ছিলো।’


আর্চারের এই টুইটের পর নড়েচড়ে বসে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারকা এই পেসারের কাছে দুঃখ প্রকাশ করে তারা লিখে, 'সোমবার টেস্ট চলাকালীন সময়ে জফরা আর্চারের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের কথা শুনে আমরা সত্যিই হতাশ এবং মর্মাহত। তারা হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু কখনোই এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।’


এরপর আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতেও আর্চারের কাছে ক্ষমা চায় এনজেসি। সেই বিবৃতিতে তারা জানায়, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আর্চারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং ক্ষমা প্রার্থনা করা হবে। এনজেসি সবসময়ই এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে। আগামীকাল (মঙ্গলবার) আর্চারের সঙ্গে যোগাযোগ করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাওয়া হবে এবং পরবর্তীতে এমন কিছু না হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেয়া হবে।’  



নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি জফরা আর্চার। ৪২ ওভার বোলিং করে মাত্র একটি উইকেট শিকার করেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে ৩০ রানের ইনিংস খেলেন আর্চার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball