promotional_ad

অস্ট্রেলিয়ায় আশরাফুলের ব্যাটিং ঝড়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ব্যাটিং কারিশমা দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।


অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক কর্তৃক আয়োজিত বাংলাদেশে সুপার লিগে (বিএসএল) ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। টুর্নামেন্টের সেমিফাইনালে সিক্সার্স ক্রিকেট ক্লাবের হয়ে সিডনি ইগনিটি ক্লাবের বিপক্ষে খেলতে নামেন আশরাফুল।


অস্ট্রেলিয়ার গ্রাফ পার্কে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে সিডনি ইগনিটি ক্লাব। 



promotional_ad

জবাবে আশরাফুলের ৪৮ বলে অপরাজিত ৫৭ রানের দুর্দান্ত ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিক্সার্স ক্রিকেট ক্লাব। একটি ছয় এবং চারটি চার মারেন তিনি। ম্যাচ সেরার পুরষ্কারও ওঠে আশরাফুলের হাতে।


সিডনি ইগনিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন সুবীর চক্রবর্তী। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে সুব্রত সাহার ব্যাট থেকে। সিক্সার্সের হয়ে দুটি করে উইকেট পান মোহাম্মদ হাসানুল বান্না, শিশির রহমান এবং নাবা হায়দার।  


ব্যাট হাতে ঝড় তুললেও বোলিংয়ে উইকেটশূন্য ছিলেন আশরাফুল। ৫ ওভার বোলিং করে ২৯ রান খরচ করেন তিনি। আশরাফুল ছাড়াও ওপেনার শামিম আল মামুন খেলেন ১৯ বলে ৩৪ রানের ইনিংস। সিডনি ইগনিটি ক্লাবের এসকেডি রাহুল পান ২টি উইকেট।


বাংলাদেশ দলের হয়ে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্টে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরিসহ ২হাজার ৭৩৭ রান সংগ্রহ করেন তিনি। 



ওয়ানডেে ২০টি হাফ সেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরিতে ৩ হাজার ৪৬৮ রানের মালিক তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ২টি হাফ সেঞ্চুরি রয়েছে আশরাফুলের। যেখানে তাঁর সংগ্রহ ৪৫০ রান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ২০১৩ সালে খেলেছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball