promotional_ad

কোহলির অনুপ্রেরণা পাচ্ছেন রাহি-এবাদতরা

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্দোর ও কলকাতা টেস্টে আবু জায়েদ রাহি, এবাদত হোসেনদের বোলিংয়ের প্রশংসা করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের মতে, নিজেদের মধ্যে পর্যাপ্ত বিশ্বাস রাখতে পারলে বাংলাদেশের বোলাররা বিদেশের মাটিতেও ভালো খেলবে।  


কলকাতা টেস্ট শেষে কোহলি বলেন, 'অন্য দলের সঙ্গে যেমন খেলি, বাংলাদেশকেও একই মনে হয়েছে। বোলিং দিকটা যদি বিবেচনা করি। এটা পুরোটাই হচ্ছে নিজের ওপরে বিশ্বাস রাখার ওপর।



promotional_ad

ওদের পেসাররা যেভাবে বোলিং করেছে তাতে বিদেশের মাটিতেও ওরা অবশ্যই ভালো করতে পারবে। এমনকি স্পিনাররাও। শুধু ওদের মধ্যে সেই বিশ্বাসটুকু আনতে হবে।'


একসময় ভারতের পেস বোলিং আক্রমণ অনেক বেশি দুর্বল ছিল। এ কারণে দেশে বা দেশের বাইরে ব্যাটসম্যানরা ভালো করলেও ম্যাচ হারতে হতো ভারতকে।


বর্তমানে দলটির পেস আক্রমণ দেশে বা দেশের বাইরে তাদের সাফল্যের পেছনের অন্যতম কারণ। কোহলি কৃতিত্ব দিচ্ছেন সৌরভ গাঙ্গুলিকে।



সাবেক এই অধিনায়কের দেখানো পথে ভারত সফল হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'টেস্ট ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। আমরা এখন উঠে দাঁড়াতে শিখেছি। দাদার সেই দল থেকেই আমরা এখানে। সত্যি কথা বলতে বিশ্বাস ধরে রাখা জরুরি। আমরা কখনোই পরিশ্রম থামাইনি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball