আমরা নতুন বলের চ্যালেঞ্জ নিতে পারিনিঃ মুমিনুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতায় দিবারাত্রি টেস্টে ভারতের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১৫ ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন ৫ ব্যাটসম্যান, দ্বিতীয় ইনিংসে ৭ ওভারের মধ্যে ফিরেছেন ৪জন। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হক জানালেন, নতুন বলের চ্যালেঞ্জ নিতে পারেননি তারা।
নতুন বলে সুবিধা করতে না পারা ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুল হক আছেন নিজেও। দুই ইনিংসেই ফিরেছেন ০ রানে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ৭১.৪ ওভার। টেস্ট হেরেছে ইনিংস এবং ৪৬ রানে।

সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুলবাহিনী। সাদা পোশাকে দলের এমন ব্যর্থতার পর অধিনায়ক জানালেন, এই সিরিজ থেকে শিক্ষা নিতে চায় তার দল। এছাড়া দলের খেলোয়াড়দের নতুন বলের চ্যালেঞ্জ নিতে শিখতে হবে বলে মনে করছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
মুমিনুল বলেন, `অবশ্যই পুরো টেস্ট সিরিজে দুই দলের পার্থক্যটা চোখে পরেছে। বিষয়টি অবশ্যই আমাদের চিন্তায় ফেলেছে। আমাদেরকে এই সিরিজ থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে এমন যেন না হয়।
`নতুন পিঙ্ক বলে খেলা অনেক চ্যালেঞ্জিং। আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারিনি। ম্যাচ হারলেও আমরা ইতিবাচক বিষয়গুলো দেখতে চাচ্ছি। এবাদত ভালো বোলিং করেছে, রিয়াদ ভাই আর মুশফিক ভাই ভালো খেলেছেন। আমরা যখন উইকেট দেখেছিলাম, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও এমন হতে পারত।` মুমিনুল আরও যোগ করেন।
ভারতের মাটিতে এব???রই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এরপর সাদা পোশাকের লড়াইয়ে প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি মুমিনুলবাহিনী।