ব্যাটসম্যানরা দুশ্চিন্তায় রেখেছেন অঞ্জু জেইনকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি হিসেবে মিরপুরের অ্যাকাডেমি মাঠে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত বাংলাদেশ নারী দল। যেখানে বাড়তি মনোযোগ দেয়া হচ্ছে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে। দলের কোচ অঞ্জু জেইনের লক্ষ্য স্বর্ণ জয়। কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এসএ গেমসকে বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন অঞ্জু। কোচের বিশ্বাস, বিশ্বকাপের আগে বাড়তি ম্যাচ দলের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।
যদিও কোচকে দুশ্চিন্তায় রেখেছে ব্যাটসম্যানদের পারফরম্যান্স। ব্যাটসম্যানদের কাছ থেকে ধারাবাহিকতা আশা করছেন তিনি। তাই বাড়তি মনোযোগ দেয়া হচ্ছে এই বিভাগে।

অঞ্জু জেইন বলেন, `স্বর্ণ ছাড়া কোন কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না। আমরা বিগত এক বছরে অনেক উন্নতি করেছি, ফলাফল তাই বলে দিচ্ছে। একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে ব্যাটিংয়ে ধারাবাহিকতা। আমাদের এই জায়াগাটায় ধারাবাহিক হতে হবে।
`বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা উন্নতি করেছি যা চোখে পরছে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অনেক দূর ভালো উন্নতি করেছি। আমি মনে করি ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে হবে আমাদের। স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে।` অঞ্জু জেইন আরও যোগ করেন।
বৃহস্পতিবার আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সালমা খাতুনের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। টাইগ্রেসদের সঙ্গী হিসেবে আছে পাকিস্তান এবং মালদ্বীপ। দুই ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সালমাবাহিনী। এরপর ৫ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে নারীরা।
যদিও কোচ অঞ্জু জেইন কোন দলকেই হালকা ভাবে নিচ্ছেন না। তিনিই আরও বলেন, এখন পর্যন্ত প্রস্তুতি ভালো। দক্ষিণ এশিয়ান গেমসটা ভালো সময়ে এসেছে আমাদের জন্য। বেশী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি যা দলের জন্য ভালো।`
`টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যেখান আপনি কাওকে হালকা ভাবে নিতে পারবেন না। আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে যাদের বিপক্ষেই খেলি না কেন। কাওকেই হালকা ভাবে নিব না।`
বাংলাদেশের স্কোয়াডঃ সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক পিঙ্কি, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনব মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, রিতু মনি, পুজা চক্রবর্তী, রাবেয়া।