promotional_ad

বাংলাদেশের ব্যাটসম্যানদের দোষ দেখছেন না পূজারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রমাগত ইনজুরিতে পড়ার পেছনে বলের রঙকে অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন ভারতের ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। যদিও মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা এবং উমেশ যাদবদের আগুনে বোলিংকেও এগিয়ে রাখছেন তিনি।


ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ক্রমাগত নাস্তানাবুদ হচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। ১৫২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে তারা।



promotional_ad

ভারত এবং বাংলাদেশ উভয় দলের জন্য দিবা রাত্রির টেস্ট 'প্রথম' হলেও চ্যালেঞ্জটা বেশি বাংলাদেশের জন্যই। মাঠের খেলাতেও এর প্রমাণ মিলেছে প্রতিনিয়ত। রাতের বেলা ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে খেলা যেকোনো দলের জন্যই কঠিন। তার ওপর বাংলাদেশের ইনজুরি সমস্যা তো আছেই। 


টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিম। যদিও তারা পরবর্তীতে খেলা চালিয়ে যেতে পেরেছেন। কিন্তু প্রথম ইনিংসে মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে আর খেলতে পারেননি লিটন দাস এবং নাঈম হাসান। 


পূজারা অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের তেমন দোষ দেখছেন না। কলকাতা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি মনে করি লাইট এবং গোলাপি বলের কিছুটা ভূমিকা আছে। আমাদের যে ধরণের বোলার আছে এবং তারা যেসব শর্ট বল দেয় সেগুলো সামলানো সহজ নয়। তাদের ব্যাটসম্যানরা এর আগে কখনো গোলাপি বলে খেলেনি। এটা সহজ ছিল না।' 



গোলাপি বলের টেস্টে প্রথম পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাতে হলে আরো ৮৯ রান করতে হবে তাদের। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।


কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ছাড়া প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নেই কেউ। তার ওপর আবার হ্যামস্ট্রিংয়ের চোটে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহকে। সবমিলিয়ে আরেকটি বড় হারের ক্ষণ গুনছে মুমিনুল হকের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball