মাহমুদউল্লাহর খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের বিশ্বাস ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নামতে পারবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের ১৯তম ওভারে উমেশ যাদবের করা তৃতীয় বলটিতে দৌড়ে একটি রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মাহমুদউল্লাহ। এরপর মাঠে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ব্যাথা বোধ করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৪১ বলে ৩৯ রান করেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে উঠিয়েও আনছিলেন তিনি। মাহমুদউল্লাহর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রাবিদ ইমাম বলেন, 'মাহমুদউল্লাহ আগামীকাল আবারো খেলতে নামবে। আমরা আশা করছি সে ব্যাটিং করতে সক্ষম থাকবে।'
এর আগে ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৩০ রানের বিশাল ব্যবধানে ভারতের কাছে হারে বাংলাদেশ। এরপর কলকাতা টেস্টেও একই পরিণতির সামনে রয়েছে তারা। গোলাপি বলের এই টেস্টে এরই মধ্যে চালকের আসনে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের বোলিং তোপে মাত্র ১০৬ রানে অলআউট হয় মুমিনুল হকের দল। পরবর্তীতে প্রথম ইনিংসে অধিনায়ক কোহলির অনবদ্য সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যথারীতি বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ।
মাত্র ১৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কা সৃষ্টি হয় তাদের। সেই পরিস্থিতিতে দুই সিনিয়র ক্রিকেট মুশফিক এবং মাহমুদউল্লাহ হাল ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু মাহমুদউল্লাহর চোট আবারো ছন্দপতন ঘটায় বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে সফরকারীরা।