promotional_ad

প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর স্বর্ণে মোড়ানো ছবি উপহার গাঙ্গুলির

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, কলকাতা থেকে ||


বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের মার্চে মিরপ??রে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। যে দুটি ম্যাচে এশিয়া অল স্টার্স ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ এই আয়োজনের ব্যাপারটি নিয়ে রোমাঞ্চিত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও।


এই আয়োজন দেখতে বাংলাদেশ যাওয়ার কথা জানিয়েছেন প্রিন্স অব কলকাতা। শুধু যাওয়াই নয়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে বিশেষ একটি উপহার তুলে দিয়েছেন গাঙ্গুলি। বঙ্গবন্ধুর স্বর্ণে মোড়ানো একটি ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।


এ বিষয়ে গাঙ্গুলি বলেছেন, ‘আমরা উনাকে (প্রধানমন্ত্রীকে) সোনায় মোড়ানো বাবার ছবি দিয়েছি। তোমাদের শতবার্ষিকী নিয়ে অনেক বড় উৎসব হচ্ছে আমি জানি। দুটো ম্যাচও খেলবে, বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমি যাব, আমি অবশ্যই যাব।’



promotional_ad

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্টকে স্বরণীয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান গাঙ্গুলি। আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতায় যাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ক্রিকেটের এই অভিভাবক।


গাঙ্গুলি বলেছেন, ‘উনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এক কথায় চলে এসেছেন উনি। উনাকে অনেক ধন্যবাদ। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমার সঙ্গে অনেকদিন ধরেই উনার সম্পর্ক আছে এবং সেটি খুবই ভাল। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, তখন প্রথম তিনি প্রধানমন্ত্রী হন। তখন থেকেই উনার সঙ্গে আমার ভালো সম্পর্ক।’


জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে ভারতের ক্রিকেটারদের অংশ নেয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন গাঙ্গুলি। ভারতের চারজন ক্রিকেটার ম্যাচ দুটিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে আগেই বিসিসিআইয়ের সঙ্গে মিটিং করেছে বিসিবি। সেই মিটিংয়েই ভারতীয় ক্রিকেটারদের অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছিল বিসিবি। 


প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টকে রাঙাতে আয়োজনের কমতি রাখেননি গাঙ্গুলি। নিজ উদ্যোগে অনেক ব্যতিক্রম আয়োজন করেছেন তিনি। বাংলাদেশের অভিষেক টেস্টের ক্রিকেটারদের এই আয়োজনে যুক্ত করেছেন গাঙ্গুলি। আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার রোকন ছাড়া সবাই হাজির হয়েছিলেন ইডেন গার্ডেন্সে। এর বাইরেও আছে অনেক আয়োজন।



মহা আয়োজনের এই টেস্ট উপলক্ষে পুরো কলকাতাতেই এখন গোলাপি রঙের ছোঁয়া। ইডেন গার্ডেন্সের সবকিছুই এখন গোলাপি। জায়ান্ট স্ক্রিন থেকে শুরু করে গ্যালারির ছাউনির পিলার, এমনকি গ্যালারির সামনের বেষ্টনিও গোলাপি রঙে সাজানো।


রাস্তাঘাটেও গোলাপি আলোয় ঝলমলে পরিবেশ। ৪২ তালা টাটা ভবনের উপরের ১৩ তলা গোলাপি লাইটে সাজানো হয়েছে। রাত হলে আরেকটি বহুতল ভবন সেজে ওঠে গোলাপি আলোয়। এ ছাড়া একটি জাহাজকে সাজানো হয়েছে গোলাপি আলোয়। রাতের আধারকে আলো করে গঙ্গার বুকে চড়ে বেড়াচ্ছে জাহাজটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball