আন্তর্জাতিক ক্রিকেটই অভিজ্ঞতা অর্জনের মঞ্চ!

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের পেসার আল আমিন হোসেন মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে বিস্তর তফাত রয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবেই দেখছেন এই পেসার।
আল আমিন জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো বিশ্ব সেরা ব্যাটসম্যানদের পান না তাঁরা। এই বিশ্বসেরা ব্যাটসম্যানদের বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটেই খেলা যায়। তাদের বিপক্ষে যতো খেলবেন ততই অভিজ্ঞতা অর্জন করবেন বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে আল আমিন বলেছেন, 'ঘরোয়া ক্রিকেটের কোয়ালিটি ও আন্তর্জাতিক ক্রিকেটের কোয়ালিটি আকাশ-পাতাল পার্থক্য। বিরাট কোহলি ও রোহিত শর্মা ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্যাটসম্যান। আমি যখন ঘরোয়া ক্রিকেট খেলব তখন তো আর তাদের মতো টপ ক্লাস ব্যাটসম্যান পাবো না।আমার কাছে মনে হয় যখন আমরা এই ধরণের ম্যাচ বেশি খেলব তখন আমরা বেশি অভিজ্ঞতা অর্জন করবো।'
ভারত কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেছে তাঁরা। শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাই তাদের এগিয়ে রাখছে বলে মনে করেন আল আমিন। সেই হিসেবে বাংলাদেশের বড় প্রতিপক্ষ এবং ভালো কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। এমনটাই ধারণা বাংলাদেশের এই পেসারের।
আল আমিন বলেছেন, 'শেষ কিছুদিন আগে ওরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে, ওদের আক্রমণ খেলেছে আর আমরা কাদের বিপক্ষে খেলেছি বা কোন কন্ডিশনে খেলেছি। আমাদের দ্বিতীয় ইনিংস দেখেন।'