promotional_ad

বাংলাদেশের অনুপ্রেরণার উৎস তাইজুলের অবিশ্বাস্য ক্যাচ

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে থাকলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ দলের ডানহাতি পেসার আল-আমিন হোসেন। তাঁর বিশ্বাস ভালো কিছু করা এখনও সম্ভব এই টেস্টে। মূলত আল-আমিনকে এই আশা যোগাচ্ছে স্পিনার তাইজুল ইসলামের অসাধারণ একটি ক্যাচ। 


পেসার এবাদত হোসেনের করা ভারতের ইনিংসের ৮১তম ওভারের তৃতীয় বলটি ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এই লক্ষ্যে তিনি ব্যর্থ হয়েছেন তাইজুল ইসলামের অসাধারণ একটি ক্যাচের কল্যাণে। 



promotional_ad

অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফিয়ে বলটি লুফে নিয়ে কোহলিকে সাজঘরে পাঠান তাইজুল। ফলে ১৩৬ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কোহলিকে। তাইজুলের এই অবিশ্বাস্য ক্যাচ থেকেই প্রেরণা খুঁজছেন আল-আমিন। 


দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'তাইজুলের ক্যাচটি বিরাট কোহলির ছিল। সে অনেক ভালো ব্যাট করছিল ক্যাচটি ধরার পড়ে দেখেন আমরা ভালোভাবে খেলায় কামব্যাক করেছি এবং ক্যাচটি এমনভাবে ধরেছে যে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি যে আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারবো।' 


স্বাগতিক ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে  ৯ উইকেটে ৩৪৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball