promotional_ad

ভারতকে আবার ব্যাটিংয়ে নামাতে চায় বাংলাদেশ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইন্দোর টেস্টে ভারতের কাছে এক ইনিংস এবং ১৩০ রানে পরাজিত হওয়ার পর কলকাতা টেস্টেও একই পরিণতির সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে এখনও ৮৯ রান প্রয়োজন তাদের, হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।


ভারতের বিশ্বমানের বোলিং লাইন আপের বিরুদ্ধে তৃতীয় দিন কতটা সময় টিকতে পারবেন বাকি ৪ ব্যাটসম্যান সেটাই এখন মূল আলোচ্য বিষয়। তবে বাংলাদেশ দলের ডানহাতি পেসার আল-আমিন হোসেন আশাবাদী দ্বিতীয় ইনিংসে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর ক্ষেত্রে।



promotional_ad

তাঁর বিশ্বাস ইনিংস ব্যবধানে হার এড়িয়ে লিড নিতে সক্ষম হবে তাঁর দল। সংবাদ সম্মেলনে আল-আমিন বলেন,  'আমাদের ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে আরো ৯০ রান করতে হবে। আমরা চেষ্টা করবো ভারতকে আবার ব্যাট করানোর জন্য।'   


প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেললেও লাল বলের সঙ্গে পার্থক্য উপলব্ধি করতে পারছেন আল-আমিন। তাঁর মতে এই বলে প্রথম ত্রিশ ওভার ব্যাটিং করা যেকোনো দলের জন্যই কঠিন। 


২৯ বছর বয়সী এই পেসার বলেন, 'দেখুন গোলাপি বলের খেলায় এক থেকে ত্রিশ ওভার ব্যাট করা অনেক কঠিন। আপনারা দেখছেন অনেক সুইং, বাউন্স হচ্ছে। কিন্তু যখন বলটি ভিজে যাচ্ছে বা নরমাল হয়ে যাচ্ছে তখন কিন্তু তেমন কিছু হচ্ছে না। আমরা হয়তো এই স্টেজটি প্রথম ইনিংসে সেভাবে পার করতে পারিনি, তবে দ্বিতীয় ইনিংসে খুব ভালোভাবে পার করেছি।' 



ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর খেলতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে মুমিনুল হকের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball