promotional_ad

ইতিহাসের সাক্ষী হতে পারলেন না সাকিব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, কলকাতা থেকে ||


ইডেন গার্ডেন্সে চলছে উৎসব। এটা ক্রিকেটের উৎসব, গোলাপি বলের উৎসব। ইডেনে বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্টকে ঘিরে পুরো কলকাতা সেজেছে গোলাপি রঙে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।


এসব আয়োজনের অংশ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন বাংলাদেশের অভিষেক টেস্ট দলের সদস্যরাও। এমন উৎসবমুখর কলকাতায় এই মুহূর্তে আছেন সাকিব আল হাসানও। কিন্তু এবার আর ক্রিকেটীয় কারণে কলকাতায় আসেননি তিনি।


এমনকি এই আয়োজনের অংশ হওয়ার সুযোগও নেই তাঁর। দল যখন ইতিহাসের সাক্ষী হচ্ছে, একই শহরে থেকেও সাকিব তখন অন্য কাজে ব্যস্ত। ইচ্ছা থাকলেও উৎসবের এই গোলাপি ক্রিকেট গায়ে মাখতে পারছেন না সাকিব। জানা গেছে, নিজের ব্যবসায়ী কারণে কলকাতায় এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।



promotional_ad

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। প্রথম এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। এমনকি মাঠে গিয়ে খেলা দেখারও সুযোগ নেই তাঁর। যে কারণেই বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম গোলাপি টেস্ট মাঠে গিয়ে দেখা, এই টেস্টের কোনো আয়োজন বা মিটিংয়ে অংশ নিতে পারছেন না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা।


আইসিসির দুর্নীতি দমন বিভাগের আইন অনুযায়ী, বাংলাদেশ দল কোনো শহরে ম্যাচ খেলা অবস্থায় থাকলেও সেখানে যেতে পারবেন সাকিব। তবে স্টেডিয়ামে যেতে পারবেন না বাঁহাতি এই অলরাউন্ডার।


দুর্নীতি দমন বিভাগের একটি সূত্র বলেছে, ‘ম্যাচ চলাকালীন সে কলকাতা থাকতে পারবে, এটা ইস্যু নয়। কিন্তু সে স্টেডিয়ামে যেতে পারবে না। নিয়ম অনুযায়ী সে কোনো মিটিং বা অনুষ্ঠানে অংশ নিতে পারবে না।’


সাকিবের মতো ঐতিহাসিক এই টেস্টের অংশ হতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। যদিও গুঞ্জন ছিল ইডেন গার্ডেন্সের এই ক্রিকেট উৎসবে হাজির হবেন তিনি।



প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে কলকাতায় আসার কথা ছিল মাশরাফির। যদিও তেমন হয়নি। মাশরাফি পরিবার নিয়ে ঠিকই কলকাতা এসেছেন গত ২১ নভেম্বর, কিন্তু প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নয়। এমনকি ইডেন গার্ডেন্সেও আসেননি তিনি।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball