promotional_ad

বাংলাদেশের বিপক্ষে পন্টিংকে ছাড়ালেন কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে কোহলি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিংকে। 


টেস্ট ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে ৭৭টি ম্যাচে ১৯টি সেঞ্চুরি করেন পন্টিং। কলকাতা টেস্টে মাঠে নামার আগে পন্টিংয়ের সমান সেঞ্চুরি ছিল কোহলির। তবে ইন্দোর টেস্টে শূন্য রানে আউট হওয়া কোহলি দুর্দান্ত ব্যাটিং করে ইডেন গার্ডেনসে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন।  



promotional_ad

 কোহলির সামনে এখন রয়েছেন শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। অধিনায়ক থাকাকালীন ১০৯ ম্যাচে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু মাত্র ৫৩ ম্যাচেই ২০টি সেঞ্চুরির মালিক বনে গেছেন ভারতের অধিনায়ক।  


পন্টিংয়ের পর তালিকায় আছেন স্যার অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ এবং স্টিভ স্মিথ। অধিনায়ক হিসেবে তিন ব্যাটসম্যানেরই রয়েছে ১৫টি করে সেঞ্চুরি। এছাড়াও ১৪টি করে সেঞ্চুরির মালিক ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, মাইকেল ক্লার্ক, মাহেলা জয়াবর্ধনে এবং ডন ব্রাডম্যান।


কলকাতা টেস্টের দ্বিতীয় দিন ৫৯ রানে অপরাজিত থেকে খেলা শুরু করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এরপর বাংলাদেশের বোলারদের রীতিমত শাসন করে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball