promotional_ad

ব্যাটিংয়ের সিদ্ধান্তে কোনো অনুতাপ নেইঃ ডমিঙ্গো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে মাঠে নামার আগে গোলাপি বলে কোনো প্রস্তুতি ম্যাচ খেলারও অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। অনভিজ্ঞতা থাকার পরও কলকাতা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দারুণ সাহসের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।


ব্যাটিংয়ে নেমে অবশ্য অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এমন ব্যর্থতার পরও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই, জঘন্য দিন গিয়েছে আমাদের জন্য। টসের ব্যাপারে বলব, আমি মনে করি, বাংলাদেশের এখানে ভারতকে বড় রান করতে দিতে আসেনি। আমি জানি, অনেকে (এখানকার) আশা করছিল, বাংলাদেশ বোলিং নিবে আর ভারত ৪০০-৪৫০ রান করে ফেলবে। কিন্তু সেজন্য আমরা এখানে আসিনি। আমি মনে করি, ভারতে টেস্ট ম্যাচ খেলার সেরা উপায় হলো আগে ব্যাটিং নেওয়া। উপমহাদেশে নিরানব্বই ভাগ সময় আপনাকে ব্যাটিং নিতে হবে, ভালো উইকেটে। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো অনুতাপ নেই।’


১০৬ রানে গুটিয়ে যাওয়ার পথে বাংলাদেশ দল খেলতে পারে মাত্র ৩০.৩ ওভার। কনকাশন বদলিসহ প্রথম ইনিংসে বাংলাদেশ খেলিয়েছে ১২ খেলোয়াড়। তাঁরা ব্যাটিং করতে পেরেছে কেবল ১৭৪ মিনিট। এমন বিপর্যয়ের জন্য টপ অর্ডারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।


ডমিঙ্গো বলেছেন, ‘আমরা যখন ব্যাটিং শুরু করেছিলাম, তখন ঝলমলে রোদ, উইকেট ভালো ছিল। প্রথম পাঁচ-ছয় ওভারে মনে হচ্ছিল, উইকেট বেশ ফ্লাট। তখন মনে হচ্ছিল, ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক। যখন আমরা কিছু উইকেট হারালাম, তখন মনে হয়েছে, এটা বাজে সিদ্ধান্ত ছিল। এটাই খেলার ধরন। টপ অর্ডারে আত্মবিশ্বাসের অভাবে ভুগছি।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball