দ্বিতীয় দিন ভাগাভাগি করল ইংল্যান্ড-নিউজিল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার মাউন্ট মানগানুই টেস্টের দ্বিতীয় দিন ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এ দিন ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডও দ্বিতীয় দিন শেষ ১৪৪ রানে ৪ উইকেট হারিয়েছে। যদিও দিন শেষে ২০৯ রানে এগিয়ে আছে ইংলিশরা।
দ্বিতীয় দিনের শুরুতে ৬ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কিন্তু দিনের দ্বিতীয় সেশনে অলআউট হয়ে যায় দলটি। প্রথম দিনে ৬৭ রানে অপরাজিত থাকা বাঁহাতি ব্যাটসম্যান বেন স্টোকস ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। কিন্তু ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিতে পারেননি তিনি।
৯১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। দারুণ ব্যাটিং করেছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ৪৩ রানের ইনিংস খেলেছেন সাতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান।

শেষের দিকে জ্যাক লিচ করেছেন ১৮ রান। ১২৪ ওভার ব্যাটিং করে ৩৫৩ রানের শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় দিন দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নিয়েছেন পেসার টিম সাউদি। এ ছাড়া পেসার নেইল ওয়েগনার নিয়েছেন ৩টি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হ??রিয়ে বসে নিউজিল্যান্ড। দলীয় ১৮ রানে ওপেনার টম লাথামকে হারায় তারা। দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৫১ রান করেই আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরও দলের জন্য অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। ২৫ রানে সাজঘরে ফিরে গেছেন তিনি। দিনশেষে ২৬ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস এবং তাঁর সঙ্গে ৬ রানে দিন শেষ করেছেন বিজে ওয়াটলিং।
ইংল্যান্ডের হয়ে প্রথম উইকেটটি নিয়েছেন তরুণ পেসার স্যাম কারান। দ্বিতীয় দিন শেষ দুটি উইকেট পেয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন লিচ এবং স্টোকস।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ১২৪ ওভারে ৩৫৩/১০ (স্টোকস ৯১, ডেনলি ৭৪; সাউদি ৪/৮৮, ওয়েগনার ৩/৯০)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৫১ ওভারে ১৪৪/৪ (উইলিয়ামসন ৫১, নিকোলস ২৬*; কারান ২/২৮, স্টোকস ১/১৬)।