অবৈধ অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ক্যারিবিয়ান পেসার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার রন্সফোর্ড বিটনের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বোলিংয়ে ত্রুটি থাকায় আইসিসির বোলিং শোধনাগার লফবোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন ২৭ বছর বয়সী এই পেসার। কিন্তু ১৫ ডিগ্রীর বেশি হাত বাঁকার কারণে তাঁর বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে সিডব্লিউআই।

গত সোমবার যুক্তরাষ্ট্রে সুপার ৫০ কাপ টুর্নামেন্টে খেলার সময় ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনের কারণে অভিযুক্ত করা হয় গায়ানার হয়ে খেলা বিটনকে। এরপর পরীক্ষা দিয়ে উতরাতে পারলেন না তিনি। ফলে আবারো অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাঁকে।
অবশ্য এবারই প্রথম অভিযুক্ত হননি বিটন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় ওয়ানডে খেলার সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন আম্পায়াররা। এরপর যদিও ২০১৮ সালের অগাস্টে বোলিং অ্যাকশন শুধরে মাঠে ফেরেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ২টি ওয়ানডে খেলেছে রন্সফোর্ড বিটন। যেখানে তাঁর শিকার একটি উইকেট। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পেসার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৩টি। ৩৩.০১ গড়ে তাঁর শিকার ৬৪ উইকেট। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ৩৮ ম্যাচে ৫০ উইকেটের মালিক তিনি।