promotional_ad

ফিল্ডিং নিয়ে বাড়তি চিন্তা মুমিনুল-কোহলির

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কলকাতা টেস্টের আগের দিন গোলাপি বলে ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিরাট কোহলি। ভারতের অধিনায়কের সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকও।


কোহলির ঘণ্টাখানেক পর ইডেন গার্ডেনসে সংবাদ সম্মেলনে আসেন মুমিনুল। ফিল্ডিং নিয়ে কোহলির করা মন্তব্যের সূত্র ধরে বলেন, 'গোলাপি বলটা হয়তো একটু জোরে আসে। বলের উজ্জ্বল অংশের কারণেই এটা জোরে আসে। এটা একটু চ্যালেঞ্জিং অবশ্যই। আমার কাছেও তাই মনে হয়।'


এর আগে গোলাপি বলে ফিল্ডিং প্রসঙ্গে নতুন অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন কোহলি। স্লিপ পজিশনে ক্যাচ লুফে নিতে ফিল্ডারের কষ্ট হবে উল্লেখ করে কোহলি বলেন, 'ফিল্ডিং অনুশীলনে আমি অবাক হয়েছি। স্লিপে বল খুব জোরে হাতে এসে লাগে। তখন মনে হয় হকি বল বা ছোটোবেলায় আমরা যেসব বলে খেলেছি ওগুলো হাতে এসে লাগে। বলে অতিরিক্ত উজ্জ্বল অংশের কারণে সেটা অনেক জোরে হাতে এসে লাগে।'



promotional_ad

শুধু তাই নয়। বল যখন অনেক উপরে উঠে তখনও ক্যাচ লুফে নেয়া কঠিন হবে বলে মন্তব্য করেন কোহলি। এ ছাড়া গোলাপি বল তুলনামূলক ভারি হওয়ায় ফিল্ডারদেরও সমস্যা হবে, মতামত দেন তিনি।


কোহলি বলেন, 'গোলাপি বলের ওজন অন্য বলের মতোই। বল ভারি মনে হচ্ছে অন্য কারণে। এই বল যখন উইকেটরক্ষকের কাছে নিক্ষেপ করা হয় তখনও একটু জোরে ফিল্ডারদের বল পাঠাতে হয়। এ ছাড়া বল যখন উপরে ওঠে, তা কখন নামবে সেটা বোঝাও মুশকিল। বল অনেক উপরে উঠলে ফিল্ডারদের ক্যাচ ধরতে সমস্যা হতে পারে।


লাল বা সাদা বলে আপনি বুঝতে পারবেন কখন বল নিচে নামবে। কিন্তু গোলাপি বলে আপনি শুধু বলের দিকে নজর রাখলেই হবে না, বরঞ্চ আপনাকে হাতের দিকেও নজর রাখতে হবে। নয়তো ক্যাচ ফসকে যেতে পারে। সবমিলিয়ে আমি ফিল্ডিং অনুশীলনে বেশ অবাক হয়েছি।'


উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির ম্যাচ হতে যাচ্ছে কলকাতায়। মাঠে গড়ার আগের আলোড়ন ছড়িয়েছে এই টেস্ট। অবশ্য ব্যাটিং বা বোলিং নয়, কলকাতা টেস্টে বৈচিত্র্য ছড়াবে ফিল্ডিং- এমনটাই বিশ্বাস কোহলির।



'আমার মনে হয় ফিল্ডিং দেখে মানুষ খুব অবাক হবে। বলের সঙ্গে ফিল্ডিংয়ের কীভাবে পরিবর্তন হয়, এটা তাদের ভাবিয়ে তুলবে।', বলেছেন কোহলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball