promotional_ad

মুমিনুল-কোহলির কণ্ঠে একই সুর

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দিবা-রাত্রির টেস্টের আগে একই সুরে তাল মিলিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গোলাপি বলের টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের প্রয়োজনীয়তা অনুভব করছেন দুইজনই।


বাংলাদেশ-ভারত, দুই দলই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচের আয়োজন করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।



promotional_ad

ভবিষ্যতে গোলাপি বলের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ চেয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমরা গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ খেলার কোনো সুযোগ পাইনি। এই মুহূর্তে আমাদের করার কিছু নেই। প্রস্তুতি ম??যাচ পাইনি বলে হতাশ হওয়ার কিছু নেই। মানসিকভাবে প্রস্তুত থাকাটা জরুরি। অবশ্যই। আপনি যদি গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে চান তাহলে আপনার প্রস্তুতি ম্যাচ খেলা দরকার আছে।‘


টেস্ট সিরিজের যেকোনো ম্যাচ দিবা-রাত্রির হতে পারে। কিন্তু এই ম্যাচের আগে প্রয়োজনে দীর্ঘ বিরতি দিয়ে ফ্লাড লাইটের আলোর নিচে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের গুরুত্ব উল্লেখ করেছেন ভারতীয় অধিনায়ক কোহলি।


কলকাতা টেস্টের আগের দিন তিনি বলেন, ‘এটা নির্ভর করে কখন হচ্ছে ম্যাচটি (দিবা-রাত্রির টেস্ট)। যদি প্রথম ম্যাচ হয় তাহলে অবশ্যই এই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। একটি লাল বলের প্রস্তুতি ম্যাচ হতে পারে এবং মূল ম্যাচের আগে একটি গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেলা জরুরি। কিন্তু ম্যাচটি যদি তিন ম্যাচ টেস্টের দ্বিতীয়টি হয় তাহলে দুই ম্যাচের মাঝে আরও বেশি বিরতির প্রয়োজন। গোলাপি বলের ম্যাচের আগে অবশ্যই প্রস্তুতি ম্যাচ প্রয়োজন এবং সেটা অবশ্যই ফ্লাড লাইটের আলোর নিচে।‘



কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে দুই দল। বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball