promotional_ad

তিন দিনে খেলা শেষ হবে মানতে নারাজ মুমিনুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের কাছে ইন্দোর টেস্টে মাত্র তিন দিনে হেরে যায় মুমিনুল হকের বাংলাদেশ। এক ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে হারের গ্লানি নিয়ে এবার কলকাতা টেস্টে খেলতে নামবে তারা।


ইন্দোরের মতো পেস সহায়ক উইকেট থাকবে কলকাতার ইডেন গার্ডেনসেও বলে জানা গেছে। তাই ইডেনের ঘাসের উইকেটে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মাদের সামলানো বেশ কঠিন হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য।



promotional_ad

ঘাসের এই উইকেটে দ্বিতীয় টেস্টও তিনদিনে শেষ হবে বলে মনে করছেন অনেকে। কিন্তু এই কাতারে পড়ছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাঁর বিশ্বাস ঘাস থাকলেও তিন দিনের বেশি খেলা নিয়ে যাওয়া সম্ভব।


সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে আমি তো বলতে পারি না যে খেলা তিনদিন যাবে। আর ঘাস থাকলে যে তিন দিন খেলা হবে এমন তো কথা নেই। হয়তো ঘাস থাকার পরে উইকেট কঠিন হলে ব্যাটিংয়ের জন্য খারাপ হতে পারে। আর আমার কাছে মনে হয় স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হবে।'


শুক্রবার (২২ নভেম্বর) প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলতে নামছে বাংলাদেশ এবং ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে গড়াবে এই ঐতিহাসিক এই ম্যাচটি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball