সাদমান-ইমরুলকে ধৈর্য ধরার পরামর্শ মুমিনুলের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কলকাতা টেস্টের আগের দিন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন মুমিনুল হক। ইন্দোর টেস্টে ব্যর্থ হওয়া দুই ওপেনারকে ভুলের পুনরাবৃত্তি কম করতে বললেন বাংলাদেশের অধিনায়ক।
ইন্দোর টেস্টে ব্যাট হাতে ছয় রানের বেশি করতে পারেননি সাদমান-ইমরুলের কেউই। দুই ওপেনার দুই ইনিংসেই করেছেন ছয় রান করে!

প্রথম ইনিংসে সাদমান ২৪ বল খেলে ছয় রান করে ইশান্ত শর্মার বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় ইনিংসেও ২৪ বলে ছয় রান করেন ২৪ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার। এবার ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
অপরদিকে অভিজ্ঞ ওপেনার ইমরুল প্রথম ইনিংসে ১৮ বলে ছয় রান করে উমেশ যাদবের বলে অজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় ইনিংসে ছয় রান করতে তিনি খেলেন ১৩ বল। এবার সেই যাদবের বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি।
ইন্দোর টেস্টে করা দুই ওপেনারের ভুলগুলো যেন কলকাতা টেস্টে আরও কম হয় সেদিকেই নজর দিতে জানিয়েছেন মুমিনুল। তিনি বলেন, 'যে ভুলগুলো গত টেস্টে হয়েছে এবার সেই ভুলগুলো কম করতে পারলে ভালো। যাদের বিপক্ষে খেলব, একটু ধৈর্য ধরে ব্যাটিং করা লাগবে।'
উইকেট সহজ না হলেও ভারতীয় পেসারদের শুরু থেকে খেলতে যে নিবেদনের প্রয়োজন তার অনেকটাই কমতি ছিল সাদমান-ইমরুলের মাঝে। এ কারণে মুশফিকুর রহিম ছাড়া পুরো দল ব্যাটিংয়ে ব্যর্থ হলেও আলোচনার টেবিলে আসে সাদমান-ইমরুলের নাম।