promotional_ad

বাংলাদেশের একাদশ জানতে মুখিয়ে রায়না

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে দিবা রাত্রির টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা জানতে উন্মুখ হয়ে আছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে বাংলাদেশ এবং স্বাগতিক ভারত। 


ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলা বেশ কঠিন হবে দুই দলের জন্য বলে মনে করছেন রায়না। তাঁর মতে শীতকাল হওয়ায় শিশির বড় একটি বাঁধা হয়ে দাঁড়াতে পারে ব্যাটসম্যানদের জন্য। অপরদিকে স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা। তাই সেরা একাদশ সাজাতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশ দলকে। 



promotional_ad

রায়না বলেন, 'গোলাপি বল অনেক সুইং করে, তবে একই সঙ্গে অনেক কাটও করে। এটি চ্যালেঞ্জিং হবে, এখানে শিশিরের পাশাপাশি ঘাসও থাকবে পিচে। ম্যাচটি রোমাঞ্চকর হবে দেখতে। ব্যাটসম্যানরা অনেক চ্যালেঞ্জ খুঁজে পাবে, বিশেষ করে লাইটের নিচে। গোলাপি বলের ক্রিকেটে আপনার ৬-৮ মিলিমিটার ঘাস লাগবে। আমি আসলে উন্মুখ হয়ে আছি বাংলাদেশের সেরা একাদশ জানার জন্য।'


ভারতের হয়ে ১৮টি টেস্ট খেলা রায়না আরো বলেন, 'লাইটের নিচে খেলা চ্যালেঞ্জ হবে। যখন বলের উজ্জ্বলতা কমে যাবে তখন বলটি দেখা কঠিন হবে। আবার যখন গোধূলি আসবে তখন বেশ কঠিন হবে খেলা। স্পিনাররা এখানে ভালো করতে পারবে। আমি যখন দুলিপ ট্রফিতে কুলদ্বীপ এবং পারভেজ রাসুলের বিরুদ্ধে খেলেছি তখন দেখেছি যে তারা বলের লাইন প্রসারিত করতে পারছে।'


দিবা রাত্রির এই টেস্টে টস অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্বাস রায়নার। তাঁর মতে ইডেন গার্ডেনসে বোলাররা বেশ সুবিধা পেলেও রাতের বেলা ব্যাটসম্যানদের পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। এই কারণে শুরুতে টস জেতা অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।



রায়নার ভাষায়,  'আমরা ম্যাচটি শীতকালে খেলছি এবং এখানে শিশির একটি বড় ফ্যাক্টর। আদ্রতা অনেক বেশি থাকবে এখানে এবং এটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এই ম্যাচে টস অনেক গুরুত্বপূর্ণ। গোলাপি বলে বোলাররা যথেষ্ট বিলাসিতা করার সুযোগ পাবে। ব্যাটসম্যানদের পা নাড়াতে হবে। একই সঙ্গে পেস বুঝা সহজ হবে না।'


দিবা রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা এখনও হয়নি ভারত এবং বাংলাদেশের। সেই অপেক্ষার অবসান অবশেষে ঘুচতে যাচ্ছে দুই দলেরই। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের টেস্টের স্বাদ পেতে যাচ্ছে তারা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball