promotional_ad

ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে সৌম্য-শান্তরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে সৌম্য, শান্তদের বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল নয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।


এর আগে প্রথম সেমিফাইনালে ভারতকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। বুধবার শের-ই বাংলা স্টেডিয়ামে ভারতকে ৩ রানে হারায় তারা।



promotional_ad

এবারের ইমার্জিং এশিয়া কাপে হংকংকে ৯ উইকেটে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৪৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় তারা। 


তিন নম্বর ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টে অপরাজিত থেকে এবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। 


বাংলাদেশের চেয়ে অবশ্য শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে রয়েছে প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট  শুরু করে তারা।



এরপর ওমানকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে ফিরে আসে তারা। তিন নম্বর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় আফগানরা। 


ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে আফগানিস্তানকে। কারণ বাংলাদেশ দলে নাজমুল হাসান শান্ত এবং সৌম্য সরকার ছাড়াও খেলছেন জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball