promotional_ad

স্টেডিয়াম ভর্তি দর্শকের আশা ঋদ্ধিমানের

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে স্টেডিয়াম ভর্তি দর্শক আশা করছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। 


টেস্ট ক্রিকেটে সাধারণত খুব বেশি দর্শক সমাগম হয় না স্টেডিয়ামে। কিন্তু দিবা রাত্রির টেস্ট বলেই কিনা ভরা স্টেডিয়াম দেখার প্রত্যাশা করছেন তিনি। কলকাতা টেস্টের প্রথম তিন-চারদিনের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। টেস্টের উন্মাদনা যে কতখানি সেটা এখানেই বোঝা যাচ্ছে।



promotional_ad

ঋদ্ধিমান সাহা বলেন, 'স্টেডিয়াম ভর্তি দর্শক দেখতে পারা সবসময় দারুণ ব্যাপার। বেশিরভাগ সময় টেস্ট ম্যাচে বেশি দর্শক দেখা যায় না, কিন্তু গোলাপি বল যদি স্টেডিয়ামে আরো মানুষ আনতে পারে সেটা দারুণ কিছু হবে। আমি শুনেছি যে প্রথম তিন-চার দিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে। এটি আসলেই দারুণ ব্যাপার।'  


ভারতের মতো এই টেস্ট নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরিও। তাঁর বিশ্বাস ওয়ানডে কিংবা টেস্টের মতো এই টেস্টও যথেষ্ট উত্তেজনাপূর্ণ হবে। তাঁর ভাষ্যমতে, 'এটা ওয়ানডে বা টি-টোয়েন্টির মতোই উত্তেজনাপূর্ণ হবে। গোলাপি বলে আগে কেউই খেলেনি। এটাও ম্যাচে দারুণ উত্তেজনা সৃষ্টি করবে।'


১১ নভেম্বর (শুক্রবার) ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচটি।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball