চট্টগ্রামে লিখন, কোচ পল নিক্সন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন জুবায়ের হোসেন লিখন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল মাতাবেন এই লেগ স্পিনার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
আসন্ন বিপিএলে প্রতিটি দলে লেগস্পিনার থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ১৭ই নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে লিখনকে দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
ড্রাফটে ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন এই লেগ স্পিনার। বুধবার তাঁকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক হিসাবে আছেন জালাল ইউনুস।

এছাড়া চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পল নিক্সনকে। ইংল্যান্ডের হয়ে ১৯টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ডিসেম্বরের শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিবেন কোচ এই ইংলিশম্যান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচ হিসেবে জ্যামাইকা তালাহওয়াশকে দুইবার শিরোপা জিতিয়েছেন নিক্সন। এছাড়া ২০১৮ সাল থেকে লিচেস্টার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে কাজ করছেন সাবেক এই উইকেট রক্ষক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ
দেশি- মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।
বিদেশি- ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষ্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।