বাংলাদেশের জন্য কঠিন হবে দিবা-রাত্রির টেস্টঃ টফেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত এবং বাংলাদেশ। দুই দলের জন্যই ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং হবে। তবে সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সায়মন টফেল মনে করছেন, বাংলাদেশের জন্য বেশি কঠিন হবে গোলাপি বলের টেস্ট।
ঘরোয়া ক্রিকেটের দুলিপ ট্রফির তিনটি আসরে গোলাপী বল দিয়ে খেলায় কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছে ভারতীয় ক্রিকেটাররা। দিবা-রাত্রির প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে মোহাম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পুজারাদের।

এদিকে বেশ পিছিয়ে বাংলাদেশ। মাত্র একটি গোলাপি বলের ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশে। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম আসরের ফাইনাল গোলাপি বলে খেলা হয়েছিল। সেই ম্যাচের কোনো ক্রিকেটারই ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দলে নেই।
সব কিছু বিবেচনায় এনে সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার টফেল বলেন, 'জানি না বাংলাদেশ গোলাপি বলে কখনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে কি না। তবে বাংলাদেশের জন্য কাজটা নিঃসন্দেহে বেশি কঠিন। শিশির থাকলে ফিল্ডিং করাও বড় সমস্যা। তখন একটা বড় কাজ, বল শুকনো রাখা।'
আগামী ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবা-রাত্রির ম্যাচ। ইডেন গার্ডেন্সের বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। তবে ফলাফল বা চ্যালেঞ্জ যাই হোক, আসন্ন গোলাপি বলের ম্যাচটি নিয়ে রোমাঞ্চের শেষ নেই দুই দলের ক্রিকেটার এবং দর্শকদের মাঝে।
ইতোমধ্যে ম্যাচটির চারদিনের টিকেট বিক্রি শেষ! শুধু তাই নয়, গোলাপি বলে টেস্ট হওয়ায় পুরো শহরকে মুড়ানো হয়েছে গোলাপি আলোয়। ম্যাচটিকে ঐতিহাসিক টেস্ট হিসেবে বিবেচনা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।