promotional_ad

দিবা-রাত্রির টেস্টে থাকছেন না বুলবুল-শাহরিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কলকাতায় দিবা-রাত্রির টেস্ট উপলক্ষে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের সব ক্রিকেটারকেই দাওয়াত দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েসন অব বেঙ্গল (সিএবি)। এই উপলক্ষে আগামী ২১ নভেম্বরের মধ্যে বাংলাদেশের অভিষেক টেস্টের ক্রিকেটাররা কলকাতা উপস্থিত হচ্ছেন। কেবল অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এবং আল শাহরিয়ার রোকন এই টেস্টে উপস্থিত থাকছেন না।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই ব্যাপারে ইতোমধ্যেই নিশ্চিত করেছেন এই দুই সাবেক ক্রিকেটার। পরিবারসহ নিউজিল্যান্ডে অবস্থান করা শাহরিয়ার যাচ্ছেন না দূরত্বের কারণে। বুলবুলের উপস্থিত না থাকার কারণটি পরিষ্কার নয়।


বিসিবি পরিচালক এবং অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বুধবার মিডিয়াকে বলেন, 'আমি, আকরাম ভাই আজই যাচ্ছি। বাকিরা কাল। দুইজন যাচ্ছে না। বুলবুল বলেছেন তিনি যাবেন না। এছাড়া শাহরিয়ার নিউজিল্যান্ডে, ওর জন্যে ওখান থেকে আসা অনেক দূর। উনি আসছেন না। এ ছাড়া বাকি সবাই কালকের মধ্যে পৌঁছে যাবে।'



promotional_ad

কলকাতা টেস্ট উপলক্ষে ইতোমধ্যেই বর্ণীল সব আয়োজন করে রেখেছে বিসিসিআই ও সিএবি। বাংলাদেশের ক্রিকেটাররা এখনও অনুস্থানের শিডিউল সম্পর্কে পুরোপুরি জানেন না। দুর্জয়ের প্রত্যাশা, অসাধারণ কিছুই হতে চলেছে।


তিনি বলেন, এখন পর্যন্ত অনুষ্ঠানের শিডিউল আমরা পাইনি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন ২২ তারিখে। মাননীয় প্রধানমন্ত্রী এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।


আর বিরতিতে হয়তো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। শেষে দুই টিমের একটা অনুষ্ঠান আছে। এইটুক জানি। বিস্তারিত কিছুই জানি না। গেলে বুঝতে পারব।'


অভিষেক টেস্টের আরেক সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও কলকাতা টেস্টের ব্যাপারে উচ্ছ্বসিত। তবে মুমিনুল হকের দল ভালো খেললেই পরিপূর্ণতা পাবে সবকিছু, জানিয়েছেন তিনি।



বাশার বলেন, 'বাংলাদেশ-ভারত কলকাতায় টেস্ট ম্যাচ খেলবে। উপমহাদেশে প্রথম দিবা রাত্রির টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। সব কিছু মিলিয়ে ইতিহাসের সঙ্গী হতে পারাটা দারুণ। আমরা অভিষেক টেস্টের দল একত্রিত হচ্ছি। গত ১৯ বছরে আমাদের যত কথা হয়েছে, গত তিন দিনে এর চেয়ে বেশি কথা হয়েছে। এখন অনেকেই ক্রিকেটে আছে অনেকেই নেই।


অনেকেই বিভিন্ন পেশায় চলে গেছে। এই তিন দিনে আমরা অনেক কথা বলেছি। মনে হচ্ছি আমরা উনিশ বছর আগে ফিরে গিয়েছিলাম। আনন্দের বিষয় তো আছেই। আমরা সম্মানিত বোধ করছি, খুবই এক্সাইটেড। দিন সবাই তো একসঙ্গে মজা করবোই। এখানে আরও অনেক ক্রিকেটার আসবেন সবার সঙ্গে দেখা হবে। দিন শেষে বাংলাদেশ যদি ভালো খেলে তাহলে সেই আনন্দটা পরিপূর্ণতা পাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball