promotional_ad

হৃদয়ের অনবদ্য সেঞ্চুরিতে যুবাদের টানা চতুর্থ জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে জয় পেয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে নিপুন ধনঞ্জয়ার দলকে ৫০ রানে হারিয়েছে আকবরবাহিনী। 


ফলে পাঁচ ম্যাচের চারটিতেই বাংলাদেশের যুবাদের বিপক্ষে পরাজয় বরণ করলো শ্রীলঙ্কার যুবারা। এর আগে প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচেছে সফরকারীরা।


সিরিজের শেষ ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী। এরপর খেলতে নেমে তৌহিদ হৃদয়ের অনবদ্য সেঞ্চুরি এবং প্রান্তিক নওরোজ নাবিলের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। 



promotional_ad

৫ট?? ছক্কা এবং ৩টি চারের সাহায্যে মাত্র ১০২ বলে ১১১ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান তৌহিদ। অপরদিকে ২টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ৭৭ বলে ৬৫ রান করেন প্রান্তিক। 


শ্রীলঙ্কার যুবাদের পক্ষে ৫৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন রোহান সঞ্জয়া। এছাড়া একটি করে উইকেট নেন ইয়াসিরু রদ্রিগো, চামিন্দু উইজেসিংগে, আভিস্কা পেরেরা এবং সুদিরা তিলকারত্নে। 


২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ যুবাদের দারুণ বোলিংয়ের সামনে মাত্র ২৩৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান রাভিন্দু রাসান্থা। 


দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার মোহাম্মদ শামাজের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন শাহিন আলম এবং হাসান মুরাদ। এছাড়া একটি করে উইকেট নেন অভিষেক দাস এবং শামিম হোসেন। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ঃ ২৮৩/৭ (৫০ ওভার) (হৃদয় ১১১, নাবিল ৬৫; সঞ্জয়া ২/৫৭, উইজেসিংগে ১/৪৮)


শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ঃ ২৩৩/১০ (৪৪.৪ ওভার) (রাসান্থা ৮৪, শামাজ ৪০; শাহিন ২/৪৬, মুরাদ ২/৪৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball