promotional_ad

কোচ মুখে তুলে দিতে পারবেন নাঃ আল-আমিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মাঠের খেলায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে না পারলে অনুশীলনের কোনো সার্থকতা নেই, বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি পেসার আল-আমিন হোসেনের। তাঁর মতে দলের ব্যর্থতার দায়ভার যতটা না কোচের, তার চেয়ে অনেক বেশি খেলোয়াড়দের। 


ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৩০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। লজ্জাজনক এই পরাজয়ের পর কলকাতা টেস্টে ঘুরে দাঁড়াতে চায় মুমিনুল হকের দল।



promotional_ad

সেই লক্ষ্য নিয়েই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দেখানো পথে পুরোদমে অনুশীলন করছে তারা। তবে আল-আমিনের মতামত কোচ শুধু পথটাই দেখিয়ে দিতে পারবেন, বাকি কাজটি করতে হবে খেলোয়াড়দেরকে।


দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ২৯ বছর বয়সী এই পেসার বলেন, 'আমরা যতোই অনুশীলন করি না কেন, কোচ আমাদের মুখে তুলে দিতে পারবেন না। আমাদের যে কাজ এবং প্রসেসটা আছে সেটা দেখিয়ে দেবে, এখন আমরা অনুশীলন করবো এবং পারফেকশন আসছে কিনা সেটা দেখবো।'


মাঠে চাপ সামলানোর কাজটিও নিজেদের করতে হবে জানিয়ে এই পেসার আরো বলেন,  'মাঠে চাপ থাকবে, সবকিছু থাকবে। কাজটা কিন্তু আমাদেরই করতে হবে। ভালো বল করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা অনুশীলন যেভাবে ভালো করি, মাঠে ইমপ্লিমেন্টশন ভালো হলে অবশ্যই দলের জন্য ভালো হবে।'



আগামী ২২ নভেম্বর ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball