মিরাজ-রাহিদের সঙ্গে ডমিঙ্গোর আলাদা ক্লাস

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিচের সারির ব্যাটসম্যানদের পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতা টেস্টের আগে মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহিদের সঙ্গে তাই আলাদাভাবে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ইন্দোর টেস্টে দুই ইনিংসেই লড়াই চালিয়ে চান মুশফিকুর রহিম (৪৩ ও ৬৪ রান)। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার পর শেষদিকের ব্যাটসম্যানরাও সঙ্গ দিতে পারেননি মুশফিককে।

প্রথম ইনিংসে লেজের সারির চার ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন মিলে খেলেছেন ২৭ বল।
ম্যাচটিতে অবশ্য বড় ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে শেষের দিকে বড় জুটি গড়ে পরাজয়ের ব্যবধান কমানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে।
মুশফিককে অবশ্য দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালোই সঙ্গ দিয়েছেন লেজের সারির ব্যাটসম্যানরা। মিরাজ একাই খেলেন ৫৫ বল, তাইজুল খেলেছেন ৪৩টি বল। তাইজুল-রাহিদের কাছ থেকে আরও ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স চান ডমিঙ্গো।
সোমবার মিরাজ বলেন, 'একটা ভালো বলই কিন্তু উইকেট পড়ে যায়। আমাদের লোয়ার অর্ডারের সঙ্গে একজন ব্যাটসম্যান থাকে। বিশেষ করে গত ম্যাচে মুশফিক ভাই ছিলেন দ্বিতীয় ইনিংসে। খুব ভালো ব্যাটিং করছিলেন উনি। আমরা লোয়ার অর্ডার তাঁকে তেমন সঙ্গ দিতে পারিনি।
দিতে পারলে সে আরও ভালো করতো। এটা দলের ভালো হতো। কোচের সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে। তিনি আমার সঙ্গে, পেসারদের সঙ্গে কথা বলেছেন যেন আমরা সেট ব্যাটসম্যানকে আরও বেশি সময় দিতে পারি। রান না করে হলেও ২০-৩০টি বল খেলে ওদের যেন স্ট্রাইক দিতে পারি।'