promotional_ad

মাশরাফিকে পরে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হওয়া সত্ত্বেও অনেক দেরীতে দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্লাটুনের পক্ষ থেকে এর ব্যাখ্যা দিয়েছেন দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন।


সালাউদ্দিন বলেন, 'শুরুতে আসলে ডাকার সুযোগ ছিল না। আমরা এ প্লাস ক্যাটাগরির একজনকেই ডাকতে পারব। আমরা তখনই ডাকতে পারিনি। তামিমকে নিয়েছি তখন। এ কারণে মাশরাফিকে ডাকার সুযোগ ছিল না। একারণে আসলে ডাকতে পারিনি।'


মাশরাফি ছাড়াও ঢাকার হয়ে খেলবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।



promotional_ad

দেশীয়দের মধ্যে এই দলে আছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয় হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান ও জাকির আলীদের মতো ক্রিকেটাররা। দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সালাউদ্দিন। 


তিনি বলেন, 'খুব বেশি সুযোগ যে ছিল তা না। এবারের ড্রাফটে ভাগ্য আমাদের সাথে ছিল। যাদের চেয়েছি, তাদের পেয়েছি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অপশন নেই খুব বেশি। এবারের দল ভালো হয়েছে। এই দলের অভিজ্ঞতা একটু বেশি।


এটা যদি কাজে লাগাতে পারি তাহলে ভালো হবে। আসর যে সময় শুরু তখন কঠিন খেলা হবে। আমরা যতোই বলি রানের খেলা এখানে রানের খেলা হবে না। আমার মনে হয় ক্রিকেটারদের অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে।'


ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান ও জাকির আলী। 



বিদেশিঃ থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড) ও শহীদ আফ্রিদি (পাকিস্তান)।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball