কুমিল্লায় সাব্বির, দল পেয়েছেন নাসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পনে সাতটায় শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
দ্বিতীয় রাউন্ডে দল পেয়েছেন সাব্বির রহমান-নাসির হোসেনরা। কুমিল্লার হয়ে খেলবেন সাব্বির রহমান আর চট্টগ্রামের হয়ে খেলবেন নাসির। নাসিরের সঙ্গী হয়েছেন পেসার রুবেল হোসেন। এছাড়া দল পেয়েছেন আরাফাত সানি, ইয়াসির আলী রাব্বিরা। তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দলে টেনেছে খুলনা। একই দলে খেলবেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে ড্রাফট থেকে সবার প্রথমে ডাকার সুযোগ পায় খুলনা টাইগার্স। তারা দলে টানে মুশফিকুর রহিমকে। এরপর তামিম ইকবালকে দলে নেয় ঢাকা প্লাটুন। লিটন দাসকে দলে ভেড়ায় রাজশাহী রয়্যালস।
এ ছাড়া মুস্তাফিজুর রহমানকে দলে টানে রংপুর রেঞ্জার্স, সৌম্য সরকারকে কুমিল্লা ওয়ারিয়র্স, মাহমুদউল্লাহ রিয়াদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মোসাদ্দেক হোসেনকে দলে নেয় সিলেট থান্ডার। প্রথম রাউন্ড শেষে দল পাননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
খুলনা টাইগার্স : মুশফিকুর রহীম (এ +) , শফিউল ইসলাম (বি), নাজমুল হোসেন শান্ত (বি), আমিনুল ইসলাম বিপ্লব (ডি)
বিদেশিঃ

ঢাকা প্লাটুন : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদি হাসান (বি)
বিদেশিঃ
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), আবু জায়েদ রাহি (বি), ফরহাদ রেজা (বি)
বিদেশিঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ), নাসির হোসেন (সি), রুবেল হোসেন (বি)
বিদেশিঃ
রংপুর রেঞ্জার্সঃ মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি), আরাফাত সানি (সি), জহুরুল ইসলাম অমি (বি)
বিদেশিঃ
কুমিল্লা ওয়ারির্সঃ সৌম্য সরকার (এ), আল আমিন হোসেন সিনি. (সি), ইয়াসির আলি চৌধুরী রাব্বি (সি), সাব্বির রহমান (বি)
বিদেশিঃ
সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ), নাজমুল ইসলাম অপু (বি), সোহাগ গাজী (সি)
বিদেশিঃ